ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকরা রাজধানীর কারওয়ান বাজারে আবারও বিক্ষোভ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে সার্ক ফোয়ারা এলাকায় তারা জড়ো হয়ে সড়ক অবরোধ ও মহাসমাবেশ শুরু করেন। ফলে কারওয়ান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীদের অভিযোগ, তারা সেই ১৭ হাজার শ্রমিকের অংশ, যাদের মালয়েশিয়া কর্তৃপক্ষ নির্ধারিত সময়সীমা—২০২৪ সালের ৩১ মে’র মধ্যে যেতে হয়নি। অথচ তারা প্রতিজনই ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করেছেন, যার বেশির ভাগই ঋণ। কর্মসূচিতে অংশ নেওয়া মো. কাওসার বলেন, “আমাদের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো যেতে পারিনি। ঋণ করে টাকার ব্যবস্থা করেছি। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।”

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু জানান, সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো সমাধান আসেনি। তিনি বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

বিক্ষোভকারীরা এ সময় পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র মেলেনি, কিংবা সব প্রক্রিয়া শেষ করেও যেতে পারেননি, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে। নতুন সাক্ষাৎকার নেওয়া হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

তারা আরও দাবি জানান, অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করে লিখিত স্মারকলিপি দিতে হবে। সেই স্মারকলিপি প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থান ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

কারওয়ান বাজারের এই কর্মসূচির কারণে বেশ কয়েক ঘণ্টা ওই এলাকার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিনের মতো এদিনও তারা কর্মস্থল ও জরুরি গন্তব্যে যেতে ভোগান্তির শিকার হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারওয়ান বাজারে সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

আপডেট সময় : ০৭:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকরা রাজধানীর কারওয়ান বাজারে আবারও বিক্ষোভ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে সার্ক ফোয়ারা এলাকায় তারা জড়ো হয়ে সড়ক অবরোধ ও মহাসমাবেশ শুরু করেন। ফলে কারওয়ান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীদের অভিযোগ, তারা সেই ১৭ হাজার শ্রমিকের অংশ, যাদের মালয়েশিয়া কর্তৃপক্ষ নির্ধারিত সময়সীমা—২০২৪ সালের ৩১ মে’র মধ্যে যেতে হয়নি। অথচ তারা প্রতিজনই ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করেছেন, যার বেশির ভাগই ঋণ। কর্মসূচিতে অংশ নেওয়া মো. কাওসার বলেন, “আমাদের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো যেতে পারিনি। ঋণ করে টাকার ব্যবস্থা করেছি। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।”

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু জানান, সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো সমাধান আসেনি। তিনি বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

বিক্ষোভকারীরা এ সময় পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র মেলেনি, কিংবা সব প্রক্রিয়া শেষ করেও যেতে পারেননি, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে। নতুন সাক্ষাৎকার নেওয়া হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

তারা আরও দাবি জানান, অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করে লিখিত স্মারকলিপি দিতে হবে। সেই স্মারকলিপি প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থান ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

কারওয়ান বাজারের এই কর্মসূচির কারণে বেশ কয়েক ঘণ্টা ওই এলাকার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিনের মতো এদিনও তারা কর্মস্থল ও জরুরি গন্তব্যে যেতে ভোগান্তির শিকার হন।