সর্বশেষ:
প্রচ্ছদ /
অর্থনীতি, আইন ও বিচার, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরির খবর, জাতীয়, জীবনযাপন, তথ্য ও প্রযুক্তি, ধর্ম, বিনোদন, রাজনীতি, শিক্ষা ও ক্যাম্পাস, সম্পাদকীয়, সারাদেশ
হাজী সেলিমের ভবন ঘিরে যৌথবাহিনীর অভিযান, ভেতরে যা মিলল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
রাজধানীর আজিমপুরের দায়রাশরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের মালিকানাধীন একটি ভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভবনটি ঘেরাও করে সেখানে তল্লাশি অভিযান শুরু হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো ছিল। গাড়িগুলোর মালিকানা ও ব্যবহার সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
অভিযানের সময় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যৌথবাহিনী। তবে গাড়িগুলো কীভাবে সেখানে রাখা হয়েছিল এবং কারা ব্যবহার করতেন—সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।
এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি।









